উজিরপুর উপজেলায় নেই শৌচাগার, চরম ভোগান্তিতে মানুষ
ফেব্রুয়ারি ২৬ ২০২১, ১৭:৪৪

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় কোন শৌচাগার না থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
এখানে রয়েছে সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিসসহ একটি উপজেলার প্রয়োজনীয় সকল অফিস ও দপ্তর। কর্মরত রয়েছেন কয়েকশত কর্মকর্তা-কর্মচারী। অফিস গুলোতে প্রতিদিন নারী-পুরষসহ হাজার হাজার লোকের সমাগম হয়। প্রকৃতির ডাকে সাড়া দিলে শৌচাগার না থাকায় খোলা আকাশের নিচে বা আশ পাশের ঝোপ ঝাড়ের মধ্যে তাদের কাজ সারতে হয়।
এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে, যেন দেখার কেউ নেই। জানা যায়, মহিলারা বেকায়দায় পড়ে আশ পাশের বাড়িতে গিয়ে ধন্যা দিতে হয়। তাতে কেউবা মুখ ফিরিয়ে নেয়, কেউবা মুখ গোমড়া করে সুযোগ দেয়। এছাড়াও ব্যবসায়ীদেরও ভোগান্তির শেষ নেই। অন্যান্য উপজেলায় শৌচাগার থাকলেও উজিরপুর উপজেলায় শৌচাগার না থাকায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলাবাসি। উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের পাশে একটি ডরমেটরী আছে।
কিন্তু তাতে বাথরুমের জায়গাটি পরিত্যাক্ত। নেই পানির কোন ব্যবস্থা। এখানে কয়েকজন ব্যাচেলর কর্মকর্তা-কর্মচারী অবস্থান করেন কিন্তু তাদের অবস্থাও শোচনীয়।
একটা সময় এই ডরমেটরীতে বাথরুমের ব্যবস্থা ছিল সাধারণ মানুষও তখন নিরুপায় হয়ে এই বাথরুম ব্যবহার করে কিছুটা উপকৃত হত সাধারণ মানুষ। কিন্তু বিগত কয়েক বছর হলো ডরমেটরীর পানির লাইনের সংযোগ বিচ্ছিন্ন, বাথরুম ব্যবহার অযোগ্য। দুর্গন্ধে মহামারী রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মানুষ।
দ্রুত এই উপজেলায় শৌচার নির্মাণের দাবী জানিয়ে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্¦াস, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলাবাসি।