বরিশালে সুস্থ আছেন টিকা গ্রহণকারী ৬২ হাজার জন
ফেব্রুয়ারি ১৬ ২০২১, ২৩:০২

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগরীসহ বিভাগের ৬ জেলায় টিকা গ্রহণের নবম দিন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মোট ১২ হাজার ১৩৬ জন টিকা নিয়েছেন। এ নিয়ে বরিশালে করোনার টিকা নিলেন ৬২ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে কেউই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
তিনি জানান, মঙ্গলবার বরিশাল মহানগরীতে এক হাজার ২০০ জন, বরিশাল জেলায় এক হাজার ৮১৬ জন, পটুয়াখালীতে দুই হাজার ৩৫৭ জন, ভোলায় তিন হাজার ৭৪ জন, পিরোজপুরে এক হাজার ৬৭৫ জন, বরগুনায় এক হাজার ১৭১ এবং ঝালকাঠিতে ৮৪৩ জন টিকা নিয়েছেন।