গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
ফেব্রুয়ারি ০১ ২০২১, ১৮:৪২

সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গনসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।
বক্তব্য রাখেন বহুমুখি শ্রমজীবী সমিতির জেলা আহবায়ক আরিফুর রহমান মিরাজ, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের আহবায়ক জামান কবির, ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক সাকিবুল ইসলাম, গনসংহতি আন্দোলনের সদস্য মারুফ আহম্মেদ প্রমুখ।
এতে বক্তারা বলেন, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত ভাবে বাড়ানো হচ্ছে। সরকার সাধারন মানুষের কথা চিন্তা না করে লাগামহীন ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
ভোলার গ্যাস বরিশালে আনার জন্য দি;র্ঘ দিন ধরে আরন্দালন চললেও সরকার তা বাস্তবায়ন করছেনা। আমরা চাই সব ধরনের গ্যাসের মুল্য কমানো হোক।