Latest news

বরিশালে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

নভেম্বর ০৭ ২০২০, ১৬:২১

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪০তম প্রতিষ্ঠাবাষিকী।

 

এ উপলক্ষে আজ শনিবার (৭ই) নভেম্বর বেলা ১১টায় নগরীর বিবির পুকুর পাড়ে তারা সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করেছে। এসময় সংগঠনের জেলা ও মহানগরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

 

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী ও আহবায়ক ইমরান হাবিব রুম্মান তাদের বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

 

তাদের রুি রুজীর ব্যবস্থা করার ক্ষেত্রে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে কোন সমাধান পায়নি কর্মহারা শ্রমিকরা। এতেই প্রমাণিত হয় এসব দলে শ্রমিকদের প্রয়োজনে নয়। এজন্য তারা শ্রমিকদের আহবান করেন তাদের সাথে একত্রিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার। নগরীর বিভিন্ন গুরুত্বপীর্ণ সড়কগুলোতে লাল পতাকার মিছিল প্রদক্ষিণ করে।

 
আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

February 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728

আমাদের ফেসবুক পাতা


এক্সক্লুসিভ আরও

1365 Shares
%d bloggers like this: