বরিশালে দুই মাদক কারবারিকে ৩ বছর করে কারাদন্ড
অক্টোবর ১৮ ২০১৯, ১০:০৮

নিজস্ব প্রতিবেদক : নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় মুলাদীর দুই মাদক কারবারির প্রত্যেককে ৩ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
গতকাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার ছোট লক্ষ্মীপুর এলাকার মৃত নুর ইসলাম বেপারীর ছেলে আকতার হোসেন বেপারী ও ভেদুরিয়া এলাকার লালচান সিকদারের ছেলে মোজাম্মেল সিকদার।
রায় ঘোষণার সময় মোজাম্মেল উপস্থিত থাকলেও আকতার অনুপস্থিত ছিল। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানার এসআই মনিরুল ইসলাম শফিপুর মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আকতার হোসেন ও মোজাম্মেল সিকদারকে আটক করে মামলা দায়ের করেন।
একই বছর ১৮ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান মামলার চার্জশীট জমা দেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই কারাদন্ডের রায় ঘোষণা করেন।