সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সিটি কপোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুশিল কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( অ্যাডমিনিস্টেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।
আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর ইমামুল হাকিম, সাধারন সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক প্রমুখ।