ভাণ্ডারিয়ায় হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ
এপ্রিল ২৬ ২০২২, ২৩:২৩

ভাণ্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাণ্ডরিয়া ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন ডায়রিয়া রোগী। গত এক সপ্তাহে তিন শ’ ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ মানুষ ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন।
হাসপাতালের বেডে, মেঝে ও বারান্দাতেও শুয়ে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নেয়ার সংখ্যা ও ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা দুই শতাধিক, যা গত কয়েক বছরের মধ্যে দেখা যায়নি। জানা গেছে, ১০০ শয্যার ভাণ্ডারিয়া হাসপাতালে সাধারণ ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ৫০টি, তবে ডায়রিয়ার জন্য নির্ধারিত কোনো বেড নেই। সেখানে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
এ বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। রোগীর স্বজন ছিদ্দিক ও মাসুমসহ আরো অনেকের অভিযোগ, হাসপাতালে বেডের সঙ্কট, রোগীরা পাচ্ছে না সরকারিভাবে কোনো খাবার। অপরিষ্কার শৌচাগারে নেই পানি সরবারহ। এছাড়াও দু’টি শৌচাগারে রয়েছে একটি বদনা।
ফলে হাসপাতালের অব্যবস্থাপনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। হাসপাতালের ডায়রিয়া রোগীদের সেবার কাজে নিয়োজিত সেবিকা ফাহিমা খানম বলেন, রোগী আসছে প্রচুর। জায়গা দিতে পারছি না। নিরুপায় হয়ে অনেকেই হাসপাতালের ফ্লোর, বারান্দায় বিছানা পেতে সেবা নিচ্ছেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা নিশ্চিত করতে। ভাণ্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতি জানান, এবার ডায়রিয়া রোগী গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। রোগী আসছে প্রতি মুহূর্তে।
সাধ্য অনুসারে তাদের সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে স্যালাইনসহ ওষুধের সঙ্কট নেই। রোগীদের অভিযোগ সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। চিন্তার কোনো কারণ নেই।