বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
জানুয়ারি ২৫ ২০২২, ১৭:১১

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণ এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে প্রথম বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে মানববন্ধন করে। একই দাবিতে ইসলামি ছাত্র আন্দোলন একই সময়ে পৃথক মানববন্ধন করেছে বিএম কলেজ ক্যাম্পাসে।
প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন চলাকালে বিএম কলেজ শিক্ষার্থী আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৭টি কলেজে পরীক্ষা চলছে, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে যাদের মাত্র ২/৩ টি বিষয়ের পরীক্ষা বাকি তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
রাজধানীতে বাণিজ্য মেলাসহ সারা দেশে বিভিন্ন কর্মকান্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। আব্দুর রহিম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
পরে ওই শিক্ষার্থীরা বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করেন। অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।