বরিশালে করোনায় নতুন শনাক্ত ১৫
জুন ১০ ২০২১, ১৪:৩৮

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৫ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৪ জন। সুস্থতার মোট সংখ্যা ১৪ হাজার ১০৪ জন।
আজ বৃহস্পতিবার (১০ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ জনের, সুস্থ ১৮ জন। এছাড়া পটুয়াখালীতে শনাক্তের সংখ্যা ২, সুস্থতার সংখ্যা ৫, পিরোজপুরে শনাক্ত হয়েছেন ৮ জন, সুস্থ ১১।
এদিকে, ভোলায় ২ জন শনাক্ত, তবে কোন সুস্থতার তথ্য পাওয়া যায়নি। তবে বরগুনায় ২৪ ঘণ্টায় কোন রোগী শনাক্ত বা সুস্থ হননি।
প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন মৃত্যুবরণ করেছেন।