Latest news

বরিশালে করোনায় তিনজনের মৃত্যু

মে ০৩ ২০২১, ২০:০০

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ক হয়ে মোট ১১২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ঘন্টায় নতুন করে জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল নগরীতেই ২৮ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে ৮৭.৫ শতাংশই বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।

রবিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর স্ব-রোড এলাকার বাসিন্দা মশিউর রহমান (৬২), বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার হাজী মোজাম্মেল হোসেন (৮৫) ও বাবুগঞ্জ উপজেলার মাহাবুবুর রহমান (৫৬) মারা গেছেন।

অপরদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষার প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সর্বশেষ করোনায় মোট আক্রান্তদের মধ্যে নগরীর ২৮ জন ছাড়াও সদর উপজেলায় একজন, বাবুগঞ্জে একজন, গৌরনদীতে একজন এবং উজিরপুর উপজেলায় একজন রয়েছেন।

এরমধ্যে মাত্র দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকীরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 
আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আমাদের ফেসবুক পাতা


এক্সক্লুসিভ আরও

1956 Shares
%d bloggers like this: