Latest news

বরিশালে করোনা ইউনিটে দুজনের মৃত্যু

এপ্রিল ২১ ২০২১, ২০:৩২

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে মোট আক্রান্ত শনাক্ত ১২৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ৯০ জন বরিশাল জেলায়। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩০০ জন। ভোলা জেলায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫৯০ জন।

তিনি আরও জানান, পটুয়াখালীতে নতুন ৫ জন নিয়ে মোট আক্রান্ত ২০৩৪ জন। পিরোজপুর জেলায় নতুন ৬ জন নিয়ে ১৫০৪ জন, বরগুনায় ৩ জন নিয়ে ১১৭৮ জন এবং ঝালকাঠিতে ৯ জন নিয়ে মোট ১১৫৫ জন।

ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ্ হয়েছেন ১৩ হাজার ৭৬৭ জন। আর মারা গেছেন ২৪৪ জন। যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায় ১০৪ জন। এছাড়া পটুয়াখালীতে ৪৮ জন, ভোলায় ১৮, পিরোজপুরে ২৯, বরগুনায় ২২ ও ঝালকাঠিতে ২৩ জন।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, নতুন করে করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জনের পজিটিভ। আর ভর্তি হওয়াদের মধ্য থেকে দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের এই ওয়ার্ডে ১৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৬১ জন করোনাভাইরাস পজিটিভ। বাকি ৯১ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তারা করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায়।

 
আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আমাদের ফেসবুক পাতা


এক্সক্লুসিভ আরও

1309 Shares
%d bloggers like this: