বরিশালে উপচে পড়া ভীড় জুতার দোকানে
এপ্রিল ২৬ ২০২২, ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদকে কেন্দ্র করে নগরীর জুতার দোকান বেচাবিক্রি বেড়েছে। ক্রেতাদের সামাল দিতে পারছে না দোকানের কর্মচারীরা। এমনকি ইফতারের সময়ও দেখা গেছে জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা রেবেকা আক্তার বলেন, পোশাক কেনা হয়েছে।
এখন এক জোড়া জুতা কিনেচি। দাম একটু বেশি হলেও পছন্দসই হওয়ায় নিয়ে নিলাম। ষাট বছরের বৃদ্ধা আলেয়া বেগম বলেন, জুতা কেনা হলেই বাড়ি ফিরবো। কিন্তু জুতা কিনতে এসে প্রচন্ড গরমে হাপিয়ে উঠেছি। আর জুতার দাম বেশি হওয়ায় কয়েকটি দোকান ঘুরতে হচ্ছে।
চকবাজার এলাকার মেট্টো সু হাউজের কর্মচারী শাওন বলেন, ঈদের পোশাক কেনার পর মানুষ জুতার দোকানে আসে। এখন পর্যন্ত অধিকাংশ মানুষের ঈদের পোশাক কেনা হয়নি। যে কারনে জুতা বিক্রি তেমন একটা হচ্ছে না। তবে আগের তুলনায় এখন বেচাবিক্রি ভাল। কহিনুর সু হাউজের স্বত্তাধিকারী আব্দুর রহমান বলেন,এখন বেচাবিক্রি ভাল। ইফতার করার সময়ও পাই না। এদিকে মহিলা কলেজের ছাত্রী লুনা আক্তার বলেন, কম দামে ভাল জুতা কিনেছি। তবে প্রচন্ড গরমে ভীড় ঠেলে কেনাকাটা করা মুশকিল হয়ে পড়েছে।