বরিশালে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৯ ২০২২, ২১:০৬

শামীম আহমেদ ॥ মহান ২১ই ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপি দলীয় নেতা কর্মী সহ অঙ্গ সংগঠনের সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি আহবায়ক কমিটি।
শনিবার রাত পোনে ৮টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক এ্যাড, আলি হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ আমিনুল ইসলাম আমিন,মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,জুলহাস উদ্দিন মাসুদ,এ্যাড, আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক কমিটির অন্য সকল সদস্য ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় আগামী মহান ২১ ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রথমবারের মত বরিশাল মহানগর বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে সু- শৃঙ্খল ও শান্তি পূর্ণভাবে পালন করার জন্য সকল সদস্যদের উপস্থিতি থাকার আহবান জানান।
অপরদিকে নগরীর আগুরপুররোডস্থ বরিশাল প্রেসক্লাবের সম্মুখে মহানগর বিএনপির সাবেক পদধারী নেতৃবৃন্দরাও অবস্থান নিয়ে চা চক্রের মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড মহসিন মন্টু, সাবেক মহানগর বিএনপি সহ-সভাপতি সৈয়দ হাসান, আব্বাস উদ্দিন বাবলু, আলমগীর হোসেন, এ্যাড. শহিদ হোসেন, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হতক তারিন, সাবেক কাউন্সিলন সৈয়দ জামাল হোসেন নোমান ও মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।