মানবশিশুর জন্ম দিল ছাগল!
ডিসেম্বর ২৮ ২০২১, ২৩:১৩

শিশুছাগলটি অবশ্য প্রসব হয়েছে মৃত। দেখা গিয়েছে শিশুছাগলটির চোখ নাক মুখ অনেকটাই মানবশিশুর মতো দেখতে। খবর ছড়িয়ে পড়া মাত্রই এলাকা ভেঙে মানুষ দেখতে আসেন ব্যাপারটা। এতে ওই বাড়িতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
গ্রামবাসীরাই শিশুছাগলটির শেষকৃত্য সম্পন্ন করেন। সাধারণত এই ধরনের ঘটনাকে অশুভ মনে করেন স্থানীয়রা। তবে এই সব ব্যতিক্রমী ঘটনা হয়তো প্রাণিবিদ্য়া চর্চার নতুন দিগন্তও খুলে দিতে পারে। শাবকটির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার কিছু বাঁধা থাকলেও, মা-ছাগলকে নিয়ে পরীক্ষার অবকাশ থাকছেই। আর সেটা করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তাও চলছে। সূত্র: জি নিউজ